যে বিক্রিয়ায় দুই বা
ততোধিক মৌলিক পদার্থ
যুক্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন
করে তাকেসংশ্লেষণ
বিক্রিয়াবলে। যেমন,
সোডিয়াম ও ক্লোরিনের
সংযোগে সোডিয়াম
ক্লোরাইড উৎপন্ন হওয়া এবং
হাইড্রোজেন ও অক্সিজেন
সংযোগে পানি উৎপন্ন
হওয়া উভয়েই সংশ্লেষণ
বিক্রিয়া।
2Na +Cl2=2NaCl
2H2+O2=2H2O
সকল সংশ্লেষণ বিক্রিয়া
সংযোজন বিক্রিয়া। তবে
কোনো কোনো সংযোজন
বিক্রিয়া সংশ্লেষণ
বিক্রিয়া নয়। যেমন,
ক্যালসিয়াম কার্বনেটের
সৃষ্টি।