যে দুটি পরমাণুর মধ্যে সন্নিবেশ বন্ধন সৃষ্টি হয়, তাদের একটি পরমাণুতে কমপক্ষে ‘একজোড়া বন্ধনযুক্ত ইলেক্ট্রন’ হলো ‘নিঃসঙ্গ ইলেক্ট্রন জোড়’। তখন ঐ পরমাণুটি দাতা পরমাণু হিসেবে কাজ করে। NH3 , SO 2 ইত্যাদিতে সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। যৌগের গলনাংক, স্ফুটনাংক, বাষ্পীকরণ তাপ ইত্যাদির উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব রয়েছে। কার্বন কার্বন একক বন্ধনে (C- C) সিগমা বন্ধন থাকে এবং সংকরণ ঘটে sp3 কার্বন কার্বন দ্বিবন্ধনে ১টি পাই ও একটি সিগমা বন্ধন থাকে এবং সংকরণ ঘটে sp2 কার্বন কার্বন ত্রিবন্ধনে ২টি পাই ও একটি সিগমা বন্ধন থাকে এবং সংকরণ ঘটে sp PCl5 গঠিত হয় কিন্তু NCl 5 গঠিত হয় না। পানিতে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান। AgF অপেক্ষা AgI এর পোলারন বেশি ঘটে। পোলার যৌগ পোলার দ্রাবকে দ্রবণীয়।আয়নিক যৌগ জলীয় দ্রবণে পানি সংযোজিত অবস্থায় থাকার প্রক্রিয়াকে জল যোজন বলে।