গ্যালিলিওর পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো: "স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক।" এখানে নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব h এবং নির্দিষ্ট সময় t হয় তবেh ∝ t²হবে।
"Starting from rest, the distance traversed by a freely falling body is proportional to the square of the time of fall."
পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ g কাজ করে। আদিবেগ = u, শেষবেগ = v, উচ্চতা = h হলে:
v = u+gt
আমরা জানি,
h = ut + (1/2)gt2;
কাজেই,
v2 = u2 + 2gh