উত্তর: কাঠ, অলংকার, চাটাই বা মাটি এই জাতীয় কিছুতে যদি নাপাক লাগে যা ধোয়ার পর নিংড়ানো যায় না, যেমন: প্লেট, জুতা, বোতল ইত্যাদি। এগুলো পবিত্র করার পদ্ধতি হলো, একবার ধোয়ার পর অপেক্ষা করতে হবে যখন পানি টপকানো বন্ধ হবে তখন দ্বিতীয় বার ধৌত করবে। তারপর যখন পানি পড়া বন্ধ হবে তখন তৃতীয়বার ধৌত করলেই পাক হয়ে যাবে। (সূত্র: আদ্দুররুল মুখতার, বেহেশতি যেওর)