in ধর্ম ও আধ্যাত্মিক বিষয় by
কাপড়ের জুতায় বীর্য লাগতে,তা কি তিনবার ধৌত করতে হবে????যেহেতু জুতা নিংড়ানো যাবে না।একবার সাবান দিয়ে ধৌত করলে হবে কি???

1 Answer

0 votes
by
ইসলামী বিধান অনুযায়ী, বীর্যকে নাপাক (অপবিত্র) হিসেবে গণ্য করা হয়। কাপড় বা কোনো জিনিসে বীর্য লাগলে তা পবিত্র করার জন্য ধৌত করতে হবে। সাধারণত নাপাক কিছু ধৌত করার ক্ষেত্রে তিনবার ধোয়ার কথা বলা হয়েছে, বিশেষত যদি তা এমন বস্তু হয় যা নিংড়ানো যায়।

যেহেতু জুতা নিংড়ানো সম্ভব নয়, আপনি একবার সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে পারেন। মূলত পবিত্রতার উদ্দেশ্য হলো নাপাক বস্তুকে সম্পূর্ণরূপে পরিষ্কার করা। যদি একবার সাবান দিয়ে ধুয়ে তা পরিষ্কার হয়ে যায় এবং বীর্যের কোনো চিহ্ন বা গন্ধ না থাকে, তাহলে সেটি পবিত্র বলে বিবেচিত হবে।

তবে কেউ চাইলে সুরক্ষিত থাকার জন্য আরও কয়েকবার ধুতে পারে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...