উত্তর: জুতা বা চামড়ার মোজার মধ্যে শরীর বিশিষ্ট (তরল নয়) এমন নাপাক লেগে যদি শুকিয়ে যায়, যেমন: গোবর, পায়খানা, রক্ত, বীর্জ ইত্যাদি তাহলে জমিনের উপর ঘষে সাফ করে ফেললেও পাক হয়ে যাবে আর খুঁটে খুঁটে আলাদা করে ফেললেও পাক হয়ে যাবে। শুকানোর আগেই যদি ভাল করে ঘষে- মেজে এমনভাবে পরিস্কার করা হয় যে, এখন আর নাপাকির নাম-গন্ধও নেই, তাহলে পবিত্র হয়ে গেছে বলে ধরতে হবে। অবশ্য প্র¯্রাব জাতীয় তরল নাপাক যদি জুতা বা চামড়ার মোজায় লাগে তাহলে তা ধোয়া ছাড়া পাক হবে না। (সূত্র: আল বাহরুর রায়েক, বেহেশতি যেওর)