in স্বাস্থ্য ও চিকিৎসা by
বিভিন্ন ভীতিকর বিষয়ে ফোবিয়া কথাটি ব্যবহার হয়, এই ফোবিয়া কি?

2 Answers

0 votes
by
ফোবিয়া মানেই হচ্ছে ভীতিকর অনুভব করা। অস্তিত্বহীন কিন্তু আছে বলে প্রচন্ড বিশ্বাস করা এবং ভয় পাওয়ার প্রবণতাকে ফোবিয়া বলে।
অর্থাৎ অজানা কোন কিছুর দ্বারা আক্রান্ত হওয়ার আশংখায় ভয় পাওয়ার প্রবণতাকে ফোবিয়া বলা হয়। ভূত প্রেতে ভয় পাওয়ার ঘটনাও ফোবিয়া।
তবে ফোবিয়া অনেক ধরণের হয়, খুব রেয়ার হলেও আলোর প্রতি ভয়, অন্ধকারের প্রতি বিশেষ ভয়। জলের প্রতি ভয় ইত্যাদি ফোবিয়া। যা ঘটবেনা কিন্তু ভিক্তিম ঘটবে বলে বিশ্বাস করে ভয় পাওয়ার নামই ফোবিয়া।
0 votes
by
ফোবিয়া মানেই হচ্ছে ভীতিকর অনুভব করা। অস্তিত্বহীন কিন্তু আছে বলে প্রচন্ড বিশ্বাস করা এবং ভয় পাওয়ার প্রবণতাকে ফোবিয়া বলে। অর্থাৎ অজানা কোন কিছুর দ্বারা আক্রান্ত হওয়ার আশংখায় ভয় পাওয়ার প্রবণতাকে ফোবিয়া বলা হয়। ভূত প্রেতে ভয় পাওয়ার ঘটনাও ফোবিয়া। তবে ফোবিয়া অনেক ধরণের হয়, খুব রেয়ার হলেও আলোর প্রতি ভয়, অন্ধকারের প্রতি বিশেষ ভয়। জলের প্রতি ভয় ইত্যাদি ফোবিয়া। যা ঘটবেনা কিন্তু ভিক্তিম ঘটবে বলে বিশ্বাস করে ভয় পাওয়ার নামই ফোবিয়া বলে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...