পুজঃ কোথাও কেটে গেলে যদি ইনফেকশন হয় তাহলে পুজ হয়, ঘায়ে পুজ হয় বলে আমরা জানি।
মুলত ক্ষত স্থান বা ঘায়ে প্রচুর জীবানু থাকে। এই জীবানু ধ্বংস করার জন্য আমাদের রক্ত থেকে শ্বেত কণিকা ঐ স্থানে চলে আসে। কিন্তু বহু শ্বেতকণিকা ক্ষত স্থানে আটকা পড়ে জমাট বাধে যাকে আমরা পুজ বলে থাকি।