in খাদ্য ও পুষ্টি by
ডাল কি জাতীয় খাবার?

1 Answer

0 votes
by
ডাল হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাবার।

ডাল কখনো গুরুপাক খাবার নয়। আসলে খাবার নিজে গুরুপাক হয়না। গুরুপাক হয় মূলত রান্না প্রক্রিয়ার মাধ্যমে।

ডাল সাধারণত আগে একটু ভিজিয়ে বা সিদ্ধ করে নেওয়া হয়। এর পর যে ধরণের আইটেম রান্না করবেন সেই অনুযায়ী অন্যন্য উপাদান মেশাতে হয় এবং রান্না প্রসেস করতে হয়।

বাঙ্গালী জীবনে ডালভাত বলতে ডাল সিদ্ধ করার পর তা বেটে কাদা মত করে তারপর অনেকটা জল দিয়া পাতলা করে জালাতে হয়। মনে হবে যেন ডালের দ্রবণ বা মিশ্রণ।

কিন্তু তা ছাড়াও অনেক ডাল দিয়া খুব ঘোন ভুনা করাও যায় আবার কিছুড়ি রান্না করাও যায়।

যায় হোক ডাল গুরুপাক তখনি হবে যখন প্রচুর মশলা দিয়া ঘোন ভূনা করবেন তখন। এই ছাড়া ডাল গুরুপাক খাবার নয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...