আয়োডিন একটি মৌলিক পদার্থ। সোনা, রুপা, তামা, লোহা, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন এদের মতই আয়োডিনও একটি মৌলিক পদার্থ।
কিন্তু আয়োডিন ধাতু নয়, আয়োডিন হচ্ছে অধাতু। আয়োডিন কিছুটা কঠিন অধাতু তবুও অতি কঠিন নয়, আয়োডিন নরম।
আয়োডিন একটি সক্রিয় অধাতু তাই প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়না।
আয়োডিন অনেকটা উদ্বায়ী পদার্থ। তাই আয়োডিন তাপে তরল না হয়ে বাষ্প হয়। আয়োডিনের যৌগগুলোও কিছুটা উদ্বায়ী ধরণের তবে সকল যৌগ নয়।
আয়োডিন সাধারণত খনিতে তেমন পাওয়া যায়না।
আয়োডিন সমুদ্রের পানিতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে যৌগ হিসাবে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়।
সমুদ্রের সার্গাজাম নামক শৈবালকে পুড়িয়ে বিশেষ কেল্প পদ্ধতিতে আয়োডিন নিষ্কাশন করা হয়।
মানব দেহের উপাদানের মধ্যে আয়োডিন একটি। খুব বেশি পরিমানে না হলেও মানব দেহে আয়োডিন কিছুটা দরকার হয়। আয়োডিনের অভাবে গলগন্ড সহ মস্তিষ্কের গঠন, স্মৃতিশক্তি বিকশিত হয়না।