যেসকল ধাতুর হাইড্রোক্সাইড ক্ষার পানিতে তীব্র দ্রবীভূত হওয়ার জন্য ধাতুকে মাটিতে পাওয়া যায়না তাদের ক্ষার ধাতু বলে।
ক্ষার ধাতুর বৈশিষ্ট্যঃ
১। এরা নরম সাদা রুপালি বর্ণের ধাতু। এতই নরম যে ছুরি দিয়ে কাটা যায়।
২। অত্যান্ত সক্রিয় যে বাতাসের সাথেও তীব্রভাবে বিক্রিয়া করে তাই এদের মুক্ত অবস্থায় রাখা যায়না। কেরোসিনের পাত্রে ডুবিয়ে রাখতে হয়।
৩। এদের যোজনী +১।
৪। এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে।
৫। এদের মুক্তভাবে বা মাটিতে তেমন পাওয়া যায়না। পানিতে দ্রবীভূত অবস্থায় পাওয়া যায়।
৬। এরা পর্যায় সারণীতে গ্রুপ ১ অবস্থিত। তবে ব্যতিক্রম হিসাবে হাইড্রোজেন রয়েছে এই গ্রুপে।