in বিজ্ঞান ও প্রযুক্তি by
ক্ষার ধাতু কী?

মৃতক্ষার ধাতু কি?

2 Answers

0 votes
by
যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার
গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। পর্যায় সারণির
গ্রুপ-১ এ এদের অবস্থান। ক্ষার ধাতু মোট ৬টি। এগুলো
হলো– লিথিয়াম (Li),
সোডিয়াম (Na), পটাশিয়াম
(K), রুবিডিয়াম (Rb),সিজিয়াম (Cs), এবং ফ্রান্সিয়াম(Fr)।
ইলেকট্রন বিন্যাস করলে এদের সর্ববহিঃস্থ শক্তিস্তরের s-অরবিটালে একটি ইলেকট্রন থাকে। ক্ষার ধাতুসমূহ অধাতুর সাথে
বিক্রিয়া করে আয়নিক লবণ
গঠন করে। ক্ষার ধাতুগুলির আয়নিকরণ শক্তি, ইলেকট্রন
আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা যেকোনো পর্যায়ের অন্য
মৌল গুলির চেয়ে কম হয়। ক্ষার ধাতু সমূহ সর্ববহিঃস্থ শক্তিস্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে একক
ধনাত্মক আয়ন গঠন করে এবং এদের নিকটতম নিষ্ক্রিয়
গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে স্থিতিশীলতা লাভ করে। ক্ষার ধাতুসমূহ অধিক সক্রিয় হয়।
0 votes
by
যেসকল ধাতু পানির সাথে তীব্র বিক্রিয়া করে দ্রবনীয় হাইড্রোক্সাইড ক্ষার উৎপন্ন করে তাদের ক্ষার ধাতু বলে। এরা অত্যান্ত বেশি সক্রিয় তাই মাটিতে পাওয়া যায়না।

অন্যদিকে যেসকল ধাতু পানির সাথে কিছুটা ধীরে বিক্রিয়া করে এবং অক্সিনেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে এবং মাটিতে পাওয়া যায় তাদের মৃতক্ষার ধাতু বলে।
এরা কম সক্রিয় এবং অক্সাইড হাইড্রোক্সাইড পানিতে অল্প দ্রবীভূত হওয়ায় যৌগগুলো মাটিতে পাওয়া যায়। এজন্য এদের মৃতক্ষার ধাতু বলা হয়।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...