in রসায়ন by
নদীর পানিতে কি কি উপাদান থাকে?

1 Answer

+1 vote
by
 
Best answer
পানির উপাদানঃ রাসায়নিক গঠন অনুসারে পানি হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত।

তাই বলা যায় গঠন অনুসারে পানির উপাদান দুটি।

এক অনু অক্সিজেনের সাথে দুই অনু হাইড্রোজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। অর্থাৎ একটি পানির অনুতে দুটি হাইড্রোজেন পরমানু ও একটি অক্সিজেন পরমাণু থাকে।


পানিতে উপস্থিত অনুসারে পানির উপাদান বিভিন্ন হয়। পানির উৎসের উপর নির্ভর করে এই উপাদান।

সাধারণত নদীর পানিতে হাইড্রোজেন অক্সিজেন মূল গঠন উপাদান ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড আয়োডাইড থাকে।

এছাড়া অল্প পরিমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট উপস্থিত থাকে। এগুলো মূলত পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে যা পৃথক করা যায়। এবং এগুলো পানির মূল উপাদান না হওয়ায় পানির ধর্মের তেমন কোন পরিবর্তন হয়না

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...