পানির উপাদানঃ রাসায়নিক গঠন অনুসারে পানি হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত।
তাই বলা যায় গঠন অনুসারে পানির উপাদান দুটি।
এক অনু অক্সিজেনের সাথে দুই অনু হাইড্রোজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। অর্থাৎ একটি পানির অনুতে দুটি হাইড্রোজেন পরমানু ও একটি অক্সিজেন পরমাণু থাকে।
পানিতে উপস্থিত অনুসারে পানির উপাদান বিভিন্ন হয়। পানির উৎসের উপর নির্ভর করে এই উপাদান।
সাধারণত নদীর পানিতে হাইড্রোজেন অক্সিজেন মূল গঠন উপাদান ছাড়াও সোডিয়াম, পটাশিয়াম ক্লোরাইড আয়োডাইড থাকে।
এছাড়া অল্প পরিমান ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম কার্বনেট উপস্থিত থাকে। এগুলো মূলত পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে যা পৃথক করা যায়। এবং এগুলো পানির মূল উপাদান না হওয়ায় পানির ধর্মের তেমন কোন পরিবর্তন হয়না