in রসায়ন by
পানির ভৌত ও রাসায়নিক ধর্ম ব্যাখ্যা কর

পানির ধর্ম বর্ণনা কর?

panir dhormo

1 Answer

0 votes
by
পানির ভৌত ধর্মঃ-

১। পানি বর্ণহীন গন্ধহীন,  স্বচ্ছ পদার্থ।

২। পানির নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারন করে।

৩। পানি তরল, কঠিন বরফ, বায়বীয় বাষ্প হিসাবে ৩ অবস্থায় থাকতে পারে।

৪। ০ ডিগ্রি সেলসিয়াস তাপে পানি বরফ এবং গলতে শুরু করে।

৫। পানি উৎকৃষ্ট দ্রাবক এবং নিরপেক্ষ যৌগ।

৬। পানির স্ফুটনাংক ১০০ডিগ্রি সেলসিয়াস।
পানির রাসায়নিক ধর্মঃ-

১। পানি সমযোজী পদার্থ হলেও পোলার যৌগ।

২। বিশুদ্ধ পানি সামান্য হাইড্রোজেন আয়ন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে।

৩। পানি তার পোলারায়ণ দ্বারায় অধিকাংশ যৌগকে দ্রবীভূত করে।
উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...