শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায়।
স্ত্রী মশারাই স্তন্যপায়ী প্রাণীর রক্ত খায়। তবে অন্য প্রাণীর তুলনায় মানুষের ত্বক পাতলা ও ত্বকে লোম তেমন থাকেনা বলে মানুষকে কামড়ানো সহজ বলেই মশারা মানুষকে কামড়াই বেশি।
এই স্ত্রী মশারা রক্ত পান করে খুদার জন্য নয়। মশার বংশ বৃদ্ধির জন্য স্তন্যপায়ী প্রাণীর রক্তের বিশেষ দরকার হয়। তাই এরা রক্ত খায়।