From hand to mouth মানে দিন এনে দিন খাওয়া।
দিন এনে দিন খাওয়া আবার হচ্ছে যেসকল মানুষের কোন রুপ সঞ্চয় বা জমা টাকা, খাবার ইত্যাদি থাকেনা। প্রতিদিন কাজ করে যে টাকা পাই সেই টাকা দিয়াই প্রতিদিন সে খাবার খেয়ে দিন যাপন করে ভবিষ্যত ৫-১০ বা এক মাস কাজ না করে খাওয়ার মত সঞ্চয় থাকেনা। এই ধরনের দিন মজুরি কে দিন এনে দিন খাওয়া বোঝায়।