কম্পিউটার সিস্টেমে স্কানার হচ্ছে একটি ইনপুট যন্ত্র।
স্কানারের সাহায্য হার্ডকপি বা কাগজে অংকনকৃত বা মুদ্রিত কোন ছবি, নকশা, লেখা ইত্যাদি সফট কপি বা ডিজিটাল কপিতে রুপান্তর করে কম্পিউটারে ইনপুট দেওয়া যায়।
অর্থাৎ স্কানার কাগজে মুদ্রিত বিষয়বস্তুকে কম্পিউটারে হুবু ডিজিটাল কপিতে রুপান্তরের নির্দেশ প্রদান করে থাকে। আমরা জানি যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় বা কিছু কম্পিউটারে প্রবেশ করানো যায় তাকে ইনপুট যন্ত্র বলে।
এজন্য স্কানার কম্পিউটার সিস্টেমের একটি এনপুট ডিভাইস যন্ত্র।