ROM কে কম্পিউটারের স্থায়ী স্মৃতি বলা হয়।
কারন রমে ডাটা স্থায়ী ভাবে সংরক্ষিত থাকে। রমের ডাটা মুছে ফেলা যায়না। আবার এতে নতুন ডাটা প্রবেশ করানোও যায়না। ROM এর পূর্ণরুপ হচ্ছে Read only memory অর্থাৎ রমে রক্ষিত ডাটা শুধু পাঠ করা যায়। কম্পিউটার রমের ডাটা শুধুমাত্র পড়ে সেই নির্দেশ পালন করে। মুছে ফেলেনা বা নতুন সংযোজনও করেনা।