কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। তাকে কম্পিউটারের আবিষ্কারক বলে মনে করা হয়। যদিও তিনি বাস্তব কম্পিউটার আবিষ্কার করেননি। তিনি এনালিটিকাল ইঞ্জিন ও ডিফারেন্সিয়াল ইঞ্জিন নামে দুটি কম্পিউটার হিসাব যন্ত্রের থিউরি আবিষ্কার করেন যেখানে ইনপুট, প্রসেসিং ও আউটপুট ব্যবস্থা ছিল। তার এই থিউরিকাল কাঠামোর ভিক্তিতে বর্তমান কম্পিউটার তৈরি হয়েছে এবং থিউরি অনুযায়ী কাজ করে। তাই ব্যবেজকে কম্পিউটারের জনক বলা হয়।