অনেকেই এই অভিযোগ করেন যে, পিসির কোন সমস্যা নাই। তবুও গেম খেললে গেম স্লো বা ধীরে ধীরে চলে। আসতে আসতে সরে।
আসুন দেখি কি সমস্যা হতে পারে দেখা যাক
১। প্রথমেই খেয়াল করুন যে, যে গেমটি খেলছেন সেই গেমের জন্য কি কি রিকায়ার বা প্রয়োজন? সাধারণত একটি গেম খেলার জন্য তার রিকায়ার গুলো ফাইলে বর্ণনা দেওয়া থাকে।
বেশির ভাগ ক্ষেত্রে, ভিজুয়াল স্টুডিও লেটেস্ট ভার্শন, ডট নেট ৩.৫ বা ৪+ চায়।
dvi player ইন্সটল চায়। এগুলো ঠিক দেওয়া আছে কিনা দেখে নিন। দেওয়া না থাকলে ইন্সটল করুন।
২। আপনার পিসিতে গ্রাফিক্স চিপসেট সফটওয়্যার ইন্সটল আছে কিনা দেখুন। এটি একটি ড্রাইভার সফটওয়্যার, মাদারবোর্ড ডিস্কে থাকে। এই গ্রাফিক্স সফটওয়্যার না থাকলে গেম কখনোই স্মুথলি চলবেনা।
তাই গ্রাফিক্স সফটওয়্যার ইন্সটল করুন। মনে রাখবেন এটি কিন্তু গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নয়। এটি ইন্টেল চিপসেট এক্সপ্রেস ড্রাইভার। প্রসেসর ও ভার্শন অনুযায়ী নামের হেরফের আছে। এটি শুধু মাত্র মাদারবোর্ড এর সাথে যে ডিস্ক থাকে সেই ডিস্কে পাওয়া যাবে।
এছাড়া ইন্টেলের ওয়েব সাইটে প্রসেসর মডেল লিখে গ্রাফিক্স সফটওয়্যার সার্চ করলেও পাবেন।
এটি ইন্সটল দিলেই গেম দ্রুত স্বাভাবিক ও স্মুথলি চলবে।