in মোবাইল, টেলিকম, কম্পিউটার by
অনেকক্ষন গেম খেললে মোবাইল গরম হয়ে যায়। এতে কোন ক্ষতি হবে?

2 Answers

0 votes
by
গেমঃ অনলাইন জগতে যুবকদের প্রধান আকর্ষন হচ্ছে গেম খেলা।

ইউজারের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন কোম্পানিও প্রচুর গেম বানাচ্ছে।

স্মুথলি গেম খেলার জন্য হার্ডওয়্যারেও এসেছে পরিবর্তন।

এখন গেমিং পিসি, মোবাইলে গেমিং প্রসেসর একটি সাধারণ বিষয়। তবুও মোবাইলে গেম খেলার কিছু ক্ষতিকর দিক রয়েছে।

১। অনেক্ষন একটা গেম খেললে মোবাইল স্লো হয়ে যায়। কারন সফটওয়্যার এর ক্যাশ ফাইল জমে মেমরি ভরাট হতে থাকে।

২। স্ক্রিনের টাচ সেন্সিটিভিটি কমে যেতে পারে যদিও এটি বড় ইফেক্ট করেনা।

৩। বড় ক্ষতিতা হচ্ছে ব্যাটারির।  গেম খেলার সময় প্রচুর চার্জ খরচ হয়। এতে ফোন গরম হয়। ব্যাটারির ভেতর রাদায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেহেতু বিদ্যুৎ আসে। তাই তীব্র বিক্রিয়া একটা একই হারে চললে রাসায়নিক পদার্থ গুলোর আয়নিক শক্তি কমে। ইলেক্ট্রোড পাত দ্বয়ে গ্যাস বা অন্য উৎপাদা জমা হয়, ক্ষয় হয়। ফলে ব্যাটারির আয়ু কমে যায়।

৪। কম নেটওয়ার্ক সিগনালে গেম খেললে ফোন বেশি গরম হয়। এতে নেটওয়ার্ক আইসি বেশি বিদ্যুৎ দিয়া এমপ্লিফাই করে ফলে এর সেন্সিটিভিটি কমতে থাকে।

৫। শারীরিক ভাবে চোখের সমস্যা হয়।

অকালে চশমা লাগাতে হতে পারে।

তাই অধিকক্ষন গেম না খেলে আসলে কাজের ফাকে দু পাচ মিনিট গেম খেলা উচিত।
0 votes
by
গেমঃ অনলাইন জগতে যুবকদের প্রধান আকর্ষন হচ্ছে গেম খেলা। ইউজারের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন কোম্পানিও প্রচুর গেম বানাচ্ছে। স্মুথলি গেম খেলার জন্য হার্ডওয়্যারেও এসেছে পরিবর্তন। এখন গেমিং পিসি, মোবাইলে গেমিং প্রসেসর একটি সাধারণ বিষয়। তবুও মোবাইলে গেম খেলার কিছু ক্ষতিকর দিক রয়েছে। ১। অনেক্ষন একটা গেম খেললে মোবাইল স্লো হয়ে যায়। কারন সফটওয়্যার এর ক্যাশ ফাইল জমে মেমরি ভরাট হতে থাকে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...