আসলে এ পৃথিবীতে গড়ার চেয়ে ভাঙ্গা সহজ।
গড়তে গেলে নানা পরিকল্পনা করতে হবে। সুন্দর্য্যের কথা ভাবতে হবে। খরচের কথা ভাবতে হবে। কিন্তু যদি ভাঙ্গতে চান তাহলে কিছুই ভাবতে হবেনা।
গড়তে গেলে একটির পর একটি সাজিয়ে তুলতে হবে। কিন্তু ভাঙ্গতে এসব কিছুর দরকার নাই।
তাই স্বভাবতই মানুষ ভাংতে ওস্তাদ।
কিন্তু গড়াই হচ্ছে জীবন। কিন্তু সকল মানুষের গড়ার দক্ষতা খুব বেশি থাকেনা। দক্ষতা না থাকায় তারা ভাল গড়তে পারেনা। গড়তে যেয়ে অন্যরকম হয়ে যায়। যা ব্যবহার অযোগ্য।
আর এই কারনে পন্ড করতে সিদ্ধহস্ত বা পন্ড করতে ওস্তাদ বলে রাগ ঝাড়া বা তাচ্ছিল্য করা হয়।