in সাধারণ জিজ্ঞাসা by
সবাই কাজ পন্ড করতে সিদ্ধ হস্ত বলে। ভাল ব্যাপারে সিদ্ধহস্ত বলেনা কেন?

2 Answers

0 votes
by
আসলে এ পৃথিবীতে গড়ার চেয়ে ভাঙ্গা সহজ।

গড়তে গেলে নানা পরিকল্পনা করতে হবে। সুন্দর্য্যের কথা ভাবতে হবে। খরচের কথা ভাবতে হবে। কিন্তু যদি ভাঙ্গতে চান তাহলে কিছুই ভাবতে হবেনা। 

গড়তে গেলে একটির পর একটি সাজিয়ে তুলতে হবে। কিন্তু ভাঙ্গতে এসব কিছুর দরকার নাই।

তাই স্বভাবতই মানুষ ভাংতে ওস্তাদ।

কিন্তু গড়াই হচ্ছে জীবন। কিন্তু সকল মানুষের গড়ার দক্ষতা খুব বেশি থাকেনা। দক্ষতা না থাকায় তারা ভাল গড়তে পারেনা। গড়তে যেয়ে অন্যরকম হয়ে যায়। যা ব্যবহার অযোগ্য। 

আর এই কারনে পন্ড করতে সিদ্ধহস্ত বা পন্ড করতে ওস্তাদ বলে রাগ ঝাড়া বা তাচ্ছিল্য করা হয়।
0 votes
by
আসলে এ পৃথিবীতে গড়ার চেয়ে ভাঙ্গা সহজ। গড়তে গেলে নানা পরিকল্পনা করতে হবে। সুন্দর্য্যের কথা ভাবতে হবে। খরচের কথা ভাবতে হবে। কিন্তু যদি ভাঙ্গতে চান তাহলে কিছুই ভাবতে হবেনা। গড়তে গেলে একটির পর একটি সাজিয়ে তুলতে হবে। কিন্তু ভাঙ্গতে এসব কিছুর দরকার নাই। তাই স্বভাবতই মানুষ ভাংতে ওস্তাদ। কিন্তু গড়াই হচ্ছে জীবন। কিন্তু সকল মানুষের গড়ার দক্ষতা খুব বেশি থাকেনা। দক্ষতা না থাকায় তারা ভাল গড়তে পারেনা। গড়তে যেয়ে অন্যরকম হয়ে যায়। যা ব্যবহার অযোগ্য। আর এই কারনে পন্ড করতে সিদ্ধহস্ত বা পন্ড করতে ওস্তাদ বলে রাগ ঝাড়া বা তাচ্ছিল্য করে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...