টুথপেষ্ট মুখের জীবাণু ধ্বংস করে মুখের দুর্গন্ধ দূর করে। দাতকে পরিস্কার ও সুস্থ্য রাখে। কিন্তু একটাই টুথপেষ্ট রেগুলার একটা বহুদিন ব্যবহার করা ঠিক নয়। কারন একই উপাদান সবসময় হলে জীবাণু গুলো পেস্টের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। তাই মাঝে মাঝে পেস্ট পরিবর্তন করে মুখের পরিবেশের পরিবর্তন আনতে হয় যাতে জীবাণুরা একই উপাদানের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠার সুযোগ না পায়।