পিটুইটারি গ্রন্থি হচ্ছে ছোট একটি গ্রন্থি কিন্তু এটির কাজ অন্য গ্রন্থির চেয়ে বেশি। সবচেয়ে বেশি হরমোন ক্ষরণ করে পিটুইটারি গ্রন্থি, সরাসরি কাজের জন্য হরমোন ক্ষরণ ছাড়াও অন্যন্য গ্রন্থির হরমোন ক্ষরণের নির্দেশক হরমোন ক্ষরন করে অন্য গ্রন্থিদের নিয়ন্ত্রণ করে তাই পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বলা হয়।