in বিজ্ঞান বিভাগ by
রক্তশুন্যতা কি?

এনিমিয়া কি?

1 Answer

0 votes
by
রক্ত শুন্যতা একটি অতি পরিচিত শব্দ বা রোগ। ডাক্তারি পরিভাষায় একে এনিমিয়া বলা হয়।

রক্ত শুন্যতা মানে দেহ থেকে রক্ত অনেক কমে যাওয়াকে বোঝায়না।
রক্ত শুন্যতা হল দেহের রক্তের লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে যাওয়া। মানুষের দেহের রক্তে প্রতি মিলিমিটার রক্তে পুরুষের দেহে ৫০ লক্ষ লোহিত রক্ত কণিকা আর স্ত্রীদেহে ৪৫ লক্ষ থাকে। যদি এই লোহিত রক্ত কণিকা কমে পুরুষে ৪৫ এর কম আর স্ত্রীদেহে ৪২ এর কম হয় তবে তাকেই রক্তশুন্যতা রোগ বলে। মূলত দেহে লৌহের অভাব হলে হিমোগ্লোবিন তৈরি হতে পারেনা বলে লোহিত রক্ত কণিকা তৈরি কমে যায়। এই বিষয়কে এনিমিয়া বলা হয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...