কোনো রাসায়নিক
বিক্রিয়ার সঠিক কারণ
নির্দেশ করা কঠিন। তবে
রসায়নবিদগণ মনে করেন যে,
বিভিন্ন মৌলের
পরমাণুসমূহের পরস্পরের
সাথে সংযুক্ত হওয়ার
প্রবণতা বা আসক্তি আছে। এ
আসক্তির বিভিন্নতার
কারণে বিভিন্ন বিক্রিয়া
সংঘটিত হয়। যেমন-
ধাতুসমূহের সাথে
অধাতুসমূহের মিলিত হওয়ার
বিশেষ আসক্তি আছে। তাই
সোডিয়াম ক্লোরিনের
সাথে বিক্রিয়া করে
সোডিয়াম ক্লোরাইড
উৎপন্ন করে।
2Na+Cl2=2NaCl
আবার কপারের চেয়ে
জিংকের ইলেকট্রন ছেড়ে
দেওয়ার প্রবণতা বেশি।
তাই জিংক পরমাণু ইলেকট্রন
ছেড়ে দিয়ে কপার সালফেট
হতে প্রতিস্থাপিত করে।
CuSO4+Zn=ZnSO4+Cu