থিতানো পদ্ধতিঃ পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়ার একটি পদ্ধতি থিতানো। অবিশুদ্ধ পানিতে পটাশ এলাম বা ফিটকিরি ব্যবহারের মাধ্যমে পানিকে বিশুদ্ধ করা হয়। এক বালতি পানিতে ১ চামচ ফিটকিরি গুঁড়া যোগ করে আধা ঘণ্টা রেখে দিলে পানির সব অপদ্রব্য থিতিয়ে বালতির তলায় জমা হয়। তারপর উপর থেকে পানি অন্যপাত্রে ঢেলে আলাদা করা হয়। এভাবে অদ্রবণীয় দূষক দূর করা যায়।