কম্পিউটারকে কোন কাজের জন্য নির্দেশ দেওয়ার ভাষাকে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলে।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে কম্পিউটার সফটওয়্যার বানানো হয়, বিভিন্ন প্রকার সফটওয়্যার দ্বারাই মূলত কম্পিউটার দিয়ে আমরা নানা রকম কাজ করতে পারি। সফটওয়্যার ছাড়া কম্পিউটার পুরানা লোহা লক্কর আর বাক্স ছাড়া কিছু নয়। আমরা যত প্রকার কাজই করে থাকি যেমন লেখা, প্রিন্ট করা, হিসাব নিকাশ করা, ফাইল তৈরি, গান শোনা, ভিডিও দেখা, ছবি আকানো গ্রাফিক্স ডিজাইন, ইন্টারনেটের মাধ্যমে যা করেন সবই কোন না কোন সফটওয়্যার। আর সফটওয়্যার বানানো হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে। ডাটা সায়েন্সের ডাটা এনালাইসিস, ডাটা তৈরি, ব্যবহার, সংরক্ষণ, গবেষণা সব ক্ষেত্রেই প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দরকার।