হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদের ঘটনাটি, যা হাদিসে ইফক নামে পরিচিত, ৫ হিজরির শাবান মাসে (৬২৬ খ্রিস্টাব্দ) সংঘটিত হয়। এই ঘটনা ঘটেছিল বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে।
ঘটনা:
যুদ্ধ থেকে ফেরার সময় এক স্থানে মুসলিম বাহিনী থামলে আয়েশা (রা.) একটি হার খুঁজতে বের হন। এ সময় কাফেলা না বুঝে তাকে রেখে চলে যায়। পরবর্তীতে হযরত সাফওয়ান (রা.) নামে এক সাহাবী তাকে দেখে নিজ উটের উপর করে মদিনায় নিয়ে আসেন। এ ঘটনা কেন্দ্র করে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাইসহ কিছু লোক আয়েশা (রা.)-এর বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে দেয় যে, তিনি সাফওয়ান (রা.)-এর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন।
প্রতিক্রিয়া:
এই অপবাদ মুসলিম সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আয়েশা (রা.) মানসিক কষ্টের শিকার হন। কিছু সময় পর আল্লাহ তাআলা কুরআনের সূরা আন-নূরের আয়াত নাজিল করে আয়েশা (রা.)-এর পবিত্রতা ও নিষ্পাপ হওয়ার প্রমাণ দেন, এবং এই মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কঠোর শাস্তির বিধান করেন।