উত্তরঃ চুক্তি অনুযায়ী ইয়াহুদীরা খাইবার ত্যাগ করতে বাধ্য ছিল। কিন্তু, খাইবারে তাদের পাচটি ফলের বাগান ও উর্বর মাটিতে চাষাবাদের ইচ্ছা পোষণ করে তারা রাসূল (স)এর কাছে অনুরোধ করল যে, তাদের জমিগুলোতে যদি তাদেরকে আবাদ করার অনুমতি প্রদান করা হয়, তাহলে আবাদকৃত ফসলের অর্ধেক মুসলমানদের দেয়া হবে।