রাসূল (সঃ) তার সাহাবীদেরকে কী পরামর্শ দিলেন? উত্তরঃ তিনি তাদের পরামর্শ দিয়ে বললেন, তোমরা সেখানে গিয়ে সেখানের পানি পান করবে না এবং এ পানি দিয়ে ওযুও করবে না। তিনি পশ্তদেরকে তাদের তৈরী ময়দার তাল খাওয়াতে বললেন । বিকল্প হিসেবে তিনি কৃপ থেকে পানি পান করাতে বললেন, যেভাবে নবী সালেহ (আ)-এর উটনি পানি পান করত ।