NGO এর পূর্ণরুপ হচ্ছে Non Government Organisation.
অর্থাৎ বেসরকারি সংস্থা। এসকল সংস্থাগুলো সাধারণত উন্নয়ন সংস্থা হয়। যেকোন দেশে জনগণের জন্য এরা উন্নয়নমূলক কর্মকান্ড করে থাকে
যেমন আমাদের দেশে ব্রাক, আশা, সবুজ ছাতা এগুলো হচ্ছে NGO.
এনজিও গুলো ঋণ দান থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসা সেবাও দিয়ে থাকে, তবে সব রোগের চিকিৎসা নয়। আমাদের দেশে বিনামূল্যে যক্ষার চিকিৎসা দিয়ে থাকে ব্রাকসহ কিছু প্রতিষ্ঠান।