বাইপোলারিস ওরাইজি (Bipolaris oryzae) নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়। মাটিতে পুষ্টি উপাদানের অভাব বা পানির অভাব হলে রোগের মাত্রা বেড়ে যায়। আবার অতিরিক্ত ইউরিয়ার প্রয়োগও এ রোগের সংক্রমণ ডেকে আনতে পারে। বাদামি দাগ রোগের কারণে শুধু যে ফলন কমে তা নয়, ধানের কোয়ালিটিও অনেকখানি নষ্ট হয়ে যায়।