in সাধারণ জিজ্ঞাসা by
পারমাণবিক বোমা কাকে বলে?

1 Answer

0 votes
by
পারমাণবিক বোমার কথা বলতে গেলে আগে বলতে হবে পরমাণু কি? কারণ পারমাণবিক বোমার মূল উপাদান পরমাণু। পরমাণু অলৌকিক বা অসাধারণ কোনো বস্তু নয়, বরং বিশ্বের সবচেয়ে সাধারণ বস্তু পরমাণু। বিশ্বের যতো কিছু বস্তু আছে তার সবকিছুর মূল উপাদান পরমাণু। পরমাণু দিয়েই গোটা বিশ্ব সৃষ্টি। এই যে মানুষের শরীরটা এটাও বিলিয়ন বিলিয়ন সংখ্যক পরমাণুর এক একটি সংগ্রহ মাত্র। পারমাণবিক বোমা নিক্ষেপের পর মুহুর্তের দৃশ্য পরমাণু বা এটম বিশ্বের যাবতীয় বস্তুর সর্বাপেক্ষা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং এর রয়েছে একটি বিচিত্র ধরনের রাসায়নিক চরিত্র। পৃথিবীতে হাজার হাজার রকমের পদার্থ রয়েছে। পদার্থের অতি ক্ষুদ্র অংশ অণু (Molecules)। এক ফোঁটা জলে আছে প্রায় ৩৩ বিলিয়ন বিলিয়ন অণু। আবার এই এক একটি অণু গঠিত হয়েছে তিনটি করে পরমাণু দিয়ে। অর্থাৎ জলের একটি অণুতে আছে দুটো করে হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু। এই দু'য়ে মিলে সৃষ্টি হয়েছে একটি জলের অণু। তাহলে সহজেই অনুমাণ করা যায় এই পরমাণু কতো ক্ষুদ্র বস্তু। সাধারণ ভাবে পরমাণু দর্শন কারো পক্ষে সম্ভব নয়-একমাত্র শক্তিশালী ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই এদের দেখা যায়। পরমাণুর গঠন বৈচিত্র এমন যে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু এটম। সেও আবার সাদামাটা নয়। সেই ক্ষুদে এটমও আবার ততোধিক ক্ষুদ্র বস্তুর সমন্বয়ে গঠিত। ইলেকট্রন (Electron), প্রোটন (Proton) এবং (Neutron) নামে ক্ষুদ্রতম বস্তুর সমন্বয়ে গঠিত এক একটি এটম বা পরমাণু। এটমের আভ্যন্তরীন গঠন যেনো এক একটি আণুবীক্ষণীক সৌরজগতের মতো। সৌর জগতের কেন্দ্রস্থলে যেমন রয়েছে সূর্য। সূর্যকে ঘিরে ঘুরপাক খাচ্ছে তার গ্রহগুলো। এটমের কেন্দ্রেও আছে তেমনি নিউক্লিয়াস (Nucleus)। যেমন সৌরজগতের কেন্দ্রে থাকে সূর্য। এর চারপাশটা মহাশূন্য, এই শূন্যে ভেসে বেড়াচ্ছে ইলেকট্রন। ওরা নিউক্লিয়াসকে ঘিরে পাক দিচ্ছে। এটমের নিউক্লিয়াস গঠিত হয়েছে আবার কতগুলো বস্তুর সমন্বয়ে। এখানে একান্ত ঘন হয়ে জড়িয়ে অবস্থান করছে প্রোটন এবং নিউট্রন নামের বস্তুরা। এছাড়াও নিউক্লিয়াসে অন্য যেসব বস্তু আছে তাহলো-মেসনস (Mesons), নিউট্রনস (Neutrons), হাইপারনস (Hyperons). এটমের নিউক্লিয়াসে পজেটিভ চার্জযুক্ত আর ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত। নিউট্রন হলো নিস্ক্রীয়। এটমের ভরের শতকরা ৯৯.৯৭৫ ভাগ হলো এই নিউক্লীয়াসে। এর গড় ঘনত্ব-প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ৩ x ১০,০০,০০,০০,০০,০০০ কিলোগ্রাম। নিউক্লীয়াসের ব্যাস এক সেন্টিমিটারের এক লাখ কোটি ভাগের একভাগ (১০-12 সেঃ মিঃ) এবং পরমাণুর ব্যাস এক সেন্টিমিটারের দশ কোটি ভাগের একভাগ (১০-8 সেঃ মিঃ) । ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরপাক খায় কত বেগে? তার পরিমাণও অবিশ্বাস্য। একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশের কয়েক মিলিয়ন বার পাক দেয় প্রতি সেকেন্ডের একলক্ষ ভাগের এক ভাগ সময়ে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...