in বাংলা by
T-20 কবে থেকে চালু হয় ?

1 Answer

0 votes
by
বর্তমান বিশ্বে রাজকীয় খেলা নামে পরিচিত ক্রিকেট খেলা ক্রমান্বয়ে ফুটবলের জনপ্রিয়তাকেও অতিক্রম করতে শুরু করেছে। বিশেষত এশিয়া, অস্ট্রেলিয়া মহাদেশে এ খেলা জনপ্রিয়তার র্শীষে অবস্থান করছে। ক্রিকেটে অনিশ্চয়তা খেলাটিকে দান করেছে উত্তেজনা, উদ্দীপনা আর জনপ্রিয়তার শীর্ষস্থান। ICC এর অধীনে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় T-২০ বিশ্বকাপ আসর। এরই ধারাবাহিকতায় গত ১৬ মার্চ, ২০১৪ অনুষ্ঠিত হলো ৫ম ICC T-২০ বিশ্বকাপের মহাযজ্ঞ।

T-২০ ক্রিকেটের ইতিহাস: ক্রিকেট খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে। আঠারো শতক থেকে এ খেলা ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। ১৮৭৭ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মধ্য দিয়ে ক্রিকেট আন্তর্জাতিক খেলায় পরিণত হয়। ১৯৭১ সালে শুরু হয় ODI খেলা। এরই ধারাবাহিকতা ODI ক্রিকেটের সংক্ষিপ্ত রূপ হিসেবে উৎপত্তি লাভ করে বিশ ওভারের T-২০ খেলা। England and Wales Cricket Bord এর পরামর্শে ২০০৩ সালে এর উৎপত্তি হয়। T-২০ ক্রিকেট ২০০৭ সালে ICC প্রথম T-২০ বিশ্বকাপের আয়োজন করে। T-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০১৪: ১৬ মার্চ-৬ এপ্রিল ২০১৪ বাংলাদেশে অনুষ্ঠিত হলো ICC ওর্য়াল্ড T-২০ বিশ্বকাপের ৫ম আসর। এটি ছিল পুরুষদের ৫ম আর নারীদের ৪র্থ T-২০ বিশ্বকাপ ক্রিকেট। র্দীঘ ২২ দিনের তুমুল রোমাঞ্চ ও শিহরণের সমাপ্তি ঘটে পুরুষ বিভাগে শ্রীলংকা আর মহিলা বিভাগে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের মধ্য দিয়ে। স্বাগতিক দেশ: ৫ম T-২০ বিশ্বকাপ ক্রিকেট -২০১৪ আসরের স্বাগতিক দেশ ছিল বাংলাদেশ। এই বিশ্বকাপের সবগুলো ম্যাচ বাংলাদেশ এককভাবে আয়োজন করে। এই সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা থাকলেও বাংলাদেশ নির্ধারিত সময়ে ICC-র চাহিদা অনুযায়ী ভেন্যু প্রস্তুত, আবাসন এবং আইন শৃঙ্খলাসহ অন্যান্য সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেয়। ৩টি ভেন্যু অর্থাৎ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হয়। সবচেয়ে গৌরবের বিষয় দেশের রাজনৈতিক টানা-পোড়েনের মধ্য দিয়েও বাংলাদেশ T-২০ বিশ্বকাপ ক্রিকেট-২০১৪ সুন্দরভাবে সফল করতে সক্ষম হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান: উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। “অপরূপ বাংলাদেশ” নামক প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ICC-র প্রেসিডেন্ট অ্যালান রেনল্ড আইজ্যাক, BCB প্রধান নাজমুল হাসান পাপন প্রমুখ ব্যক্তিবর্গ ভাষণ দেন। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিশ্ববিখ্যাত গায়ক অ্যাকন, ভারতের এ. আর. খান প্রমুখ। দর্শক শ্রোতার আনন্দময় উপস্থিতি আর আতশবাজির ঝলকানিতে এক মহোৎসবে পরিণত হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। T-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিসিয়াল ইভেন্ট সং- এর শিরোনাম ছিল চার ছক্কা হই হই/ বল গড়াইয়া গেল কই। অংশগ্রহণকারী দল/দেশ সমূহ: আইসিসি T-২০ বিশ্বকাপ ক্রিকেট ২০১৪ -তে অংশগ্রহণ করে মোট ১৬টি দেশ। এদের মধ্যে ১০টি টেস্ট খেলুড়ে দেশ যথাঃ ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। বাকী ৬টি দেশ হলো আফগানিস্তান, হংকং, নেপাল, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...