ক্ষীণদৃষ্টি হচ্ছে যাহার চোখ বেশি দুরের বস্তু স্পষ্ট দেখতে পান না, কিন্তু কাছের জিনিস ভাল দেখতে পান এরুপ চোখের ত্রুটিকে ক্ষীণদৃষ্টি বলে।
একটি অবতল লেন্সের চশমা লাগিয়ে এই অসুবিধা দূর করা যায়।
এই ধরনের ত্রুটি হয় মূলত দীর্ঘদিন ঘরের মধ্যে থাকলে, দূরের বস্তু দেখার অভ্যাস না থাকলে।
ঢাকার শিশুরা এই রোগে ভোগে বেশি কারন তাদের জীবন ঢাকার চার দেয়ালের ভেতর।
ঢাকাতে ফাকা স্থান দেখা যায়না। বড় মাঠ নাই। তাই শিশুরা খোলা আকাশের নিচে দূরের জিনিস দেখতে অভ্যাস্ত হয়না।
কাছের জিনিস দেখতে চোখ তার আকৃতি ও লেন্স পজিশিন সেটাপ করে রাখে। এই অবস্থা দীর্ঘদিন হলে চোখের গঠন এরুপ স্থায়িত্ব পেয়ে যায়। ফলে দুরের জিনিস দেখতে চোখ ক্লান্তি বোধ করে। আবার স্পষ্ট দেখতে পায়না।