* পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ : আফ্রিকা।
** আফ্রিকা মহাদেশের আয়তন : ৩ কোটি ৬৫ হাজার বর্গকিমি।
** আয়তনে আফ্রিকা মহাদেশ পৃথিবীর মোট : ২০ শতাংশ।
** আফ্রিকা মহাদেশের জনসংখ্যা : ১০০ কোটি ৯৯ লাখ
** আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ : সুদান।
** আয়তন ও জনসংখ্যা আফ্রিকা মহাদেশের ক্ষুদ্রতম দেশের নাম : সিচেলেস।
** জনসংখ্যায় আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম : নাইজেরিয়া (১৫ কোটি ১৫ লাখ)
** আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ বিন্দু : কিলিমাঞ্জারো (তাঞ্জানিয়া)।
** আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু : লেক আসাল (জিবুতি)।
** আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম : সাহারা।
** আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম : নীলনদ।
** আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ : মাদাগাস্কার।
** আফ্রিকা মহাদেশের স্বাধীন দেশ : ৫৩টি।