ইউরোপ মহাদেশের আয়তন : ৯৯ লাখ ৩৮ হাজার বর্গ কিলোমিটার (পূর্ব-পশ্চিমে দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার এবং উত্তর-দক্ষিণে ৪৮০০ কিলোমিটার)।
** পৃথিবীর মোট আয়তনের শতাংশ ইউরোপ : ৬.৮ শতাংশ।
** ইউরোপ মহাদেশের জনসংখ্যা : ৭৩ কোটি ২২ লাখ
** আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম : রাশিয়া।
** জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ : রাশিয়া; ১৪ কোটি ৯ লাখ।
** আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি।
** জনসংখ্যায় ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি (৯২০ জন; মে ২০১০)।
** ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ : স্ক্যান্ডিনেভিয়া।
** ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ : গ্রিনল্যান্ড।
** ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু : মাউন্ট এলব্রাস।
** ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু : কাষ্পিয়ান সাগর।
** ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগরের নাম : ভূমধ্যসাগর।
** ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ : লাডোগা হ্রদ।
** ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা : আল্পস।
** ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম : ভলগা।
** ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি : মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
** ইউরোপের দ্বার বলা হয় শহরকে : ভিয়েনা।
** ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম : চ্যানেল টানেল।
** ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়াম দেশকে।
** ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ : ৪৮টি।