সমুদ্রের পানি লবণাক্ত কারণ ভূপৃষ্ঠের নানা খনিজ লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড আয়োডাইড ইত্যাদি সমুদ্রের পানিতে মিশে থাকে। এছাড়া অন্যন্য অনেক খনিজ লবণ থাকলে সোডিয়াম ক্লোরাইড NaCl এর ভাগ বেশি পরিমাণে থাকে তাই সমুদ্রের পানি NaCl এর স্বাদে লবণাক্ত হয়।