সারোগেসি এক কথায় গর্ভ ভাড়া। পুরুষের শুক্রাণু টাকার বিনিময়ে চুক্তির ভিক্তিতে স্ত্রীলোক যোনীতে স্থাপ্পন করে সন্তান ধারণ করে। এবং সন্তান ভূমিষ্ট হওয়ার অল্পকিছু দিন পর্যন্ত লালন পালন করে। এরপর পুরুষ লোক এসে চুক্তি পূরণ করে সন্তান নিয়া চলে যায়। স্ত্রীলোকটি চুক্তির বলে নিজ সন্তান দাবি করতে পারেনা।
উল্লেখ্য যে এখানে দুটি মানুষের মধ্যে কখনোই যৌন সঙ্গম হয়না। পুরুষটি শুক্রাণু একটি পাত্রে বের করে দেন। তারপর সেটা স্ত্রীলোক ডাক্তার বা নার্স বা কখনো প্রশিক্ষণ নিয়ে নিজে তার যোনীতে স্থাপন করে নেয়।