এক কথায় গর্ভ ভাড়া দেওয়াকে সারোগেসি বলে।
অর্থাৎ একজন পুরুষ সন্তান নেবার জন্য গর্ভ ভাড়া খোঝেন। অপরদিকে কোন মহিলা গর্ভ ভাড়া দেন মানে নির্দিষ্ট চুক্তিতে ঐ পুরুষের সন্তান তিনি নিজ পেটে ধারন করেন এবং ভূমিষ্ট হওয়ার পর পুরুষ সন্তানকে নিজ বাসায় নিয়া আসেন। জন্মদাত্রীর কোন অধিকার থাকেনা।
উল্লেখ্য সন্তান ধারণ করা জন্য কোন রকম সহবাস হয়না। সারোগেসি কোন সহবাস প্রক্রিয়া নয়। ডাক্তারের সাহায্যে বা বৈজ্ঞানিক উপায়ে পুরুষের বীর্য সংগ্রহ করে চুক্তিবদ্ধ মহিলার গর্ভে স্থাপন করা হয় বিশেষ ইনজেক্ট প্রক্রিয়ায়। পুরুষ কখনোই মহিলার পাশে যাননা।