in কৃষি ও খামার by
ফাউমি মুরগীর প্রতিদিনের খাবারের তালিকা চাই?

2 Answers

+1 vote
by
 
Best answer
ফাউমি মুরগী একটি মিশরীয় জাত। তবে এটি বুনো মুরগীর হাইব্রিড সংস্করণ।
ফাউমি মুরগী সাধারণত ডিম দেওয়া মুরগী হিসাবে বেশি পরিচিত। তাই অন্য সকল মুরগীর মত প্রায় একই খাবার সহ বিশেষ কিছু খাবারের প্রয়োজন হয়।

ফাউমি মুরগী বুনো জাতের হাইব্রিড হওয়া পোকা মাকড় খাওয়ার প্রতি এদের কিছুটা ঝোক আছে। যায় হোক খামারে পালনের ক্ষেত্রে এদের খাবার হবে-

১। ভুট্টার দানা,

২। গম,

৩। চাউলের আশ(ভাঙ্গা ভাঙ্গা চাউল সহ)

৪। সামান্য সরিষা দানা অথবা সরিষা খৈল,

৫। ঝিনুক চূর্ণ,

৬। গরুর হাড় চূর্ণ ও শুষ্ক রক্ত, মাছের আইশ বা নাড়ীভূড়ি থেকে তৈরি বিশেষ খাবার,

৭। নারকেলের খৈল।


যদিও আজকাল খামারে পালনের ক্ষেত্রে খামারীরা আলাদা ভাবে খাবার বানান না, সরাসরি বাজার থেকে খাবার কেনেন।

তাই এক্ষেত্রে বাজার থেকে ফাউমি মুরগীর খাবার আলাদা ভাবে কেনা যেতে পারে।

তবুও ডিম পাড়া শুরু করলে ফাউমিকে অবশ্যই ঝিনুক চূর্ণ খাবার হাড়ের গুড়া, সরিষা ও নারকেলের খৈল অবশ্যই দিতে হয়।
0 votes
by
উপরের উত্তরটি সাথে এগুলো যুক্ত করে নিবেন।

১। মুরগিকে দানা ফল, পাকা ফল খেতে দিতে হবে। বনজ ফল দেওয়া যেতে পারে।

২। মুরগিকে শাক অর্থাৎ নরম কাচা পাতা যেমন কচি ঘাস, পালনের পাতা, টনেটোর পাতা ইত্যাদি দেওয়া যেতে পারে।
৩। মুরগিকে ভাত দেওয়া যেতে পারে।

কিন্তু কখনোই মুরগিকে ধান খেতে দিবেন না। ধান খেতে দিলেই রোগাক্রান্ত হয়ে মারা যেতে পারে। উল্লেখ্য যে ধান রোগের বাহক নয় কিন্তু ধান খাওয়ার সময় ধানের ধারালো আশ মুরগীকে ক্ষতি করে দেয়।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...