মুরগী বা মুরগির বাচ্চার ঝিমানো রোগটি হচ্ছে রাণীক্ষেত রোগ। রাণীক্ষেত একটি ভাইরাস জনিত রোগ।
এই রোগে মুরগী দুর্বল হয়ে পড়ে, পাতলা পায়খানা করে, এবং প্রায় সারাদিন চোখ বন্ধ করে ঝিমায়। অবশেষে মারা যায়।
ভাইরাস জনিত অধিকাংশ রোগের চিকিৎসা নাই। রাণীক্ষেত বা ঝিমানোর তেমন কোন চিকিৎসা নাই।
কিন্তু টিকা বা ভ্যাক্সিন দিলে এই রোগ প্রতিকার করা যায়।
মুরগীর বাচ্চাকে বিসিআরডিভি ভ্যাক্সিন দিতে হবে।
এছাড়া কিছু টোটকা চিকিৎসা অনেক ক্ষেত্রে ভাল হতে দেখা যায়। এগুলো মূলত ভিটামিন পূরণ করে। যেমন শীতকালে টমেটোর পাতা খেতে দিলে অনেক রোগ বালাই হয়না বলে দেখা গেছে। তাই মুরগীর বাচ্চাকে আগে থেকে ভিটামিন যুক্ত খাবার ও পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখলে রাণীক্ষেত রোগের প্রকোপ কম হয়। মূরগীর বাচ্চাকে কখনো ধান ক্ষেতে দিবেন না। তবে বাদামি চাউল খেতে দেওয়া যেতে পারে।