in শিক্ষা বিভাগ by
আসমানী কাকে বলে

2 Answers

0 votes
by
আসমান অর্থ আকাশ। বিস্তৃত খোলা আকাশকে আসমান বলা হয়।

আর আসমানী বলতে বোঝায় যারা আসমান বা আকাশের নিচে থাকে।

এই অর্থে আমরা সবাই আসমানী। 

কিন্তু প্রকৃত অর্থে যারা খোলা আকাশের নিচে সারা জীবন কাটায় তাদের আসমানী বলা হয়। গরীব মানুষ যাদের ঠিকমত বাড়িঘর নাই, ভাঙা চালার ঘর, রোদ বৃষ্টি সবই ভেতরে আসে। যাদের বসবাস ঐ খোলা আকাশের নিচে বলেই ধরা যায়। তাদের আসমানী বলা হয়।

পল্লীকবি জসিমউদদীন এই হতদরিদ্র মানুষদের অবস্থা তুলে ধরে বিখ্যাত আসমানী কবিতাটি লেখেন।
0 votes
by
আসমান অর্থ আকাশ। বিস্তৃত খোলা আকাশকে আসমান বলা হয়। আর আসমানী বলতে বোঝায় যারা আসমান বা আকাশের নিচে থাকে। এই অর্থে আমরা সবাই আসমানী। কিন্তু প্রকৃত অর্থে যারা খোলা আকাশের নিচে সারা জীবন কাটায় তাদের আসমানী বলা হয়। গরীব মানুষ যাদের ঠিকমত বাড়িঘর নাই, ভাঙা চালার ঘর, রোদ বৃষ্টি সবই ভেতরে আসে। যাদের বসবাস ঐ খোলা আকাশের নিচে বলেই ধরা যায়। তাদের আসমানী বলা হয়। পল্লীকবি জসিমউদদীন এই হতদরিদ্র মানুষদের অবস্থা তুলে ধরে বিখ্যাত আসমানী কবিতাটি লেখে।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...