in মহাকাশ ও ভূগোল by
হিমশৈল কাকে বলে?

2 Answers

0 votes
by
হিম অর্থ ঠান্ডা, শীতল, কনকনে শীতল, ঠান্ডায় জমে যাওয়া, ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া।

শৈল অর্থ গিরি বা পাহাড়, খাড়া ঢাল, উচ্চ অংশ, পর্বত ইত্যাদি

কাজেই হিমশৈল অর্থ হচ্ছে বরফের বিশাল স্তুপ বা চাই। বরফের পাহাড় সাদৃশ্য বিস্তীর্ণ বরফের স্তুপ। পানিতে ভেসে থাকা বা কোথায় বরফ জমে উচু পাহাড়ের মত বড় আয়তনের জায়গার বরফ খন্ডকে হিমশৈল বলে।
0 votes
by
হিম অর্থ ঠান্ডা, শীতল, কনকনে শীতল, ঠান্ডায় জমে যাওয়া, ঠান্ডায় শক্ত হয়ে যাওয়া। শৈল অর্থ গিরি বা পাহাড়, খাড়া ঢাল, উচ্চ অংশ, পর্বত ইত্যাদি কাজেই হিমশৈল অর্থ হচ্ছে বরফের বিশাল স্তুপ বা চাই। বরফের পাহাড় সাদৃশ্য বিস্তীর্ণ বরফের স্তুপ। পানিতে ভেসে থাকা বা কোথায় বরফ জমে উচু পাহাড়ের মত বড় আয়তনের জায়গা।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...