পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে বাধাপ্রাপ্ত হয় তাকে রোধ বলে। কোন রোধের মধ্য দিয়ে নির্দিষ্ট ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হলে ঐ রোধে উপাদান গুলোর সাথে ইলেক্ট্রোনের সংঘর্ষ হয় ফলে তাপ সৃষ্টি হয়। যদি রোধ বা বাধা না থাকত তবে ইলেকট্রন সংঘর্ষ ছাড়াই সহজে পরিবাহিত হয়ে চলে যেত, তাপ সৃষ্টি হত না।