তাপমাত্রা বৃদ্ধির ফলে পদার্থের পরমাণুদের মধ্যে কম্পন বেড়ে যায় কারণ পরমাণুতে অবস্থিত ইলেকট্রন তাপ গ্রহণ করে উত্তেজিত হয়।
পরমাণুর কম্পন বেড়ে যাওয়ার ফলে পরমাণু গুলো নিজেদেএ মধ্যে সংঘর্ষ করে দূরে বিরাজ করে যেন অপেক্ষাকৃত কম সংঘর্ষ করে শক্তির প্রভাব কম্পন দ্বারা প্রশমির করতে পারে। তাই তাপে প্রসারিত হয়ে পদার্থের আয়তন বেড়ে যায়।