স্পন্দনক্ষম বস্তুর ওপর আরোপিত
পর্যাবৃত্ত স্পন্দনের জন্য
বস্তুটি তার স্বাভাবিক
কম্পাঙ্কে কম্পিত হওয়ার
পরিবর্তে যখন আরোপিত
কম্পনের কম্পাঙ্কে স্পন্দিত
হতে থাকে, তখন এ কম্পনকে
আরোপিত বা পরবশ কম্পন
বলে। কোনো বস্তুর উপর
আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের
কম্পাঙ্ক বস্তুটির স্বাভাবিক
কম্পাঙ্কের সমান হলে বস্তুটি
সর্বোচ্চ বিস্তারে কম্পিত
হয়। এ ধরনের কম্পাঙ্ককে
অনুনাদ বলে। সুতরাং
সংজ্ঞানুসারে, অনুনাদ এক
প্রকার আরোপিত কম্পন।
কিন্তু সকল আরোপিত কম্পনের
ক্ষেত্রে, আরোপিত পর্যাবৃত্ত
স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর
স্বাভাবিক কম্পাঙ্কের সমান
হয় না। এ কারণে সকল
আরোপিত কম্পন অনুনাদ নয়।
অর্থাৎ অনুনাদ একটি বিশেষ
ধরনের আরোপিত বা পরবশ
কম্পন।