in বিজ্ঞান ও প্রযুক্তি by
পদার্থবিজ্ঞান এবং রসায়ণের সংমিশ্রিত প্রশ্নাবলী।

1 Answer

0 votes
by
যে সকল বস্তু বিদ্যুৎ পরিবহণ কোন ভাল পরিবাহকের চেয়ে কম অর্থাৎ তামার তারের চেয়ে অনেক কম বিদ্যুৎ পরিবহন করে, আবার মোটেই পরিবহন করেনা তাও নয়। মানে অল্প অল্প পরিবহন করে সেসকল বস্তুকে অর্ধ পরিবাহী বলে।

যেমন সিলিকন।

তবে বাস্তবিক অর্থে সিলিকন অর্ধ পরিবাহী সারাস বলা যায়না। এটি ব্যাখ্যা মূলক। যেমন-

বিশুদ্ধ সিলিকন মোটেই বিদ্যুৎ পরিবহন করেনা। অর্থাৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ।

কিন্তু সিলিকনে অতি উচ্চ তাপ দিলে অথবা সিলিকনে কিছুটা ভেজাল মেশালে বিদ্যুৎ পরিবহন করে।

সিলিকন কত পরিমাণ বিদ্যুৎ পরিবহন করবে তা নির্ভর করে কতটুকু ভেজাল মেশানো হচ্ছে তার উপর। কি পদার্থ ভেজাল হিসাবে মেশানো হবে তার উপর।  যেহেতু নিয়ন্ত্রণ করে ভেজাল মিশিয়ে সিলিকনের পরিবাহকত্ব ইচ্ছামত বাড়ানো কমানো যায়। তাই এটি অর্ধ পরিবাহক হিসাবে ধরা হয়।
সিলিকন ছাড়াও জার্মেনিয়ামও অর্ধ পরিবাহী।

Related questions

উত্তর সন্ধানী! বেস্ট বাংলা প্রশ্ন ও উত্তর ওয়েবসাইট। প্রশ্ন করুন, উত্তর নিন, সমস্যা সমাধান করুন ।
উত্তর সন্ধানী কি?
উত্তর সন্ধানী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
গোপন প্রশ্ন ও উত্তর। ডিজিটাল শিক্ষায় প্রশ্নের উত্তরের সেরা ওয়েবসাইট।
...