1 Answer

0 votes
by
মানবজাতির কল্যাণসাধন
করাই হলো বিজ্ঞানের মূল
লক্ষ্য। উপযুক্ত উপায়ে
পরীক্ষা-নিরীক্ষার
মাধ্যমে কোনো কিছু খুঁজে
বের করাই হলো গবেষণা।
রসায়নের ক্ষেত্রেও
গবেষণা র নির্দিষ্ট নিয়ম
রয়েছে।
গবেষণার জন্য প্রথম কাজ
হচ্ছে বিষয়বস্তু নির্ধারন
করা। এরপর এই বিষয়ে বা এর
সমমানের কোনো বিষয়ে
যেসব গবেষণা পূর্বে হয়েছ
অথবা কোনো বই প্রকাশিত
হয়েছে তা থেকে বিষয়বস্তু
সম্পর্কে ধারণা নিতে হবে।
এসব গবেষণাপত্র হতে
পরীক্ষা-নিরীক্ষার জন্য
জন্য প্রয়োজনীয় উপাদান ও
প্রণালী নির্ধারণ করতে
হবে। এর মাধ্যমে পরীক্ষণ
সম্পন্ন করে তা হতে
প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং
বিশ্লেষণের কাজ করতে
হবে। উপরিউক্ত সকল কাজ
সম্পন্ন হলে ফলাফল বের করে
তা নিয়ে প্রাসঙ্গিক মন্তব্য
করতে হবে।

Related questions

মনোভাব প্রকাশনী! আপনি প্রশ্ন করতে পারবেন এবং গোষ্ঠীর অন্যান্য সদস্যদের নিকট থেকে উত্তর পেতে পারবেন। সকলের মনোভাব প্রকাশের মাধ্যমে আমরা আমাদের জ্ঞান সমৃদ্ধ করতে পারি।
মনোভাব প্রকাশনী কি?
মনোভাব প্রকাশনী বাংলা প্রশ্ন ও উত্তর এর ওয়েবসাইট।
আপনার মনের কৌতহল মনোভাব কে প্রকাশ করুন। প্রশ্ন করে মনোভাব প্রকাশ করুন। উত্তর দিয়া আপনার মনোভাব কে জানিয়ে দিন। সাহায্য করুন অপরের মনোভাবের জড়তাকে জাগ্রত করতে। শিখিয়ে দিন এতে আপনারই জ্ঞান বৃদ্ধিপাবে।
...